Breaking News

মেয়র আনিসুল হকের সর্বশেষ শারীরিক অবস্থার খবরে যা বললেন ছেলে নাবিদ হক

লন্ডনের হাসপাতালে চিকিৎসাধীন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হকের শারীরিক অবস্থার তেমন কোনো উন্নতি হচ্ছে না। এখনকার অবস্থা এই ভালো তো এই খারাপ।

খুব শিগগিরই আনিসুল হকের সুস্থ হওয়ার কোনো লক্ষণ চিকিৎসকরা দেখছেন না। আরও বেশ কয়েক মাস পর্যন্ত সময় লেগে যেতে পারে।
মেয়রের বিষয়ে যোগাযোগ করা হয়ে লন্ডনে অবস্থানরত তার ছেলে নাবিদ হক বলেন, ‘বাবার উল্লেখযোগ্য (Noteworthy) কোনো উন্নতি নেই।’

আনিসুল হকের পারিবারিক বন্ধু ও নাগরিক টিভি’র সিইও আব্দুর নূর তূষার বলেন, ‘গত মাসে আনিসুল হকের ভেনটিলেশন সরানোর পর আর বিশেষ কোনো উন্নতি নেই। তিনি কয়েকবার চোখ খুলেছেন। কিন্তু, চোখ খুলে রাখতে পারছেন না।’

তিনি বলেন, ‘চিকিৎসকরা এখনও ঘুমের ওষুধ দিয়ে মেয়রকে ঘুম পাড়িয়ে রাখছেন। এভাবেই তার চিকিৎসা চলবে।’ চোখ খুললে মেয়রের চেতনা কাজ করছে কিনা এমন প্রশ্নে আব্দুর নূর তূষার বলেন, ‘এ বিষয়ে তাকে কোনো কিছু জানানো হয়নি।’

এদিকে, মেয়রের পিএস মিজানুর রহমান বলেন, ‘আমরা মেয়রের বিষয়ে নতুন কোনো সুখবর পাচ্ছি না। শুধু শুনেছি আরও সময় লাগবে। কিন্তু, কত সময় লাগবে তা জানি না।’

গত ২৯ জুলাই ব্যক্তিগত সফরে সপরিবারে মেয়র আনিসুল হক লন্ডনে যান। অসুস্থ হয়ে পড়লে ১৩ আগস্ট তিনি হাসপাতালে ভর্তি হন। সুস্থ থাকলে ১৪ আগস্ট তার দেশে ফেরার কথা ছিল।