Breaking News

জান্নাতের ৮টি দরজা খুলে যাবে এই দোয়াটি পড়লে! জীবনে ১ বার হলেও পড়ুন এবং শেয়ার করুন!

নামাযের সময়, কুরআন তেলাওয়াতের পূর্বে প্রতিদিন আমরা ওজু করি। সুন্দর ও সঠিকভাবে ওজু করে ছোট্ট একটি দুআ পাঠ করুন।
জান্নাতের আটটি দরজা আপনার জন্য উন্মুক্ত হয়ে যাবে। যে কোন দরজা দিয়ে ইচ্ছা, আপনি প্রবেশ করতে পারবেন।
এই সুন্দর ও সহজ সুন্নাতটি আদায় করতে দশ সেকেন্ডের বেশি সময় লাগবে না। অথচ উপকার কত বড়!

হযরত উকবা ইবনে আমের রাযি. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সা. ইরশাদ করেন, ‘তোমাদের কেউ যখন ওজু করে,
আর সে পূর্ণরূপে সুন্দর করে ওজু করে, এরপর সে নিম্নের দুআটি পাঠ করে, তাহলে তার জন্য জান্নাতের আটটি দরজা খুলে দেয়া হয়। যে দরজা দিয়ে ইচ্ছা, সে প্রবেশ করতে পারে।’ (মুসলিম শরীফ, হাদীস-৩৪৫)

দুআটি এই : আশহাদু আল-লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু।

অন্য একটি হাদীসে আরেকটি দুআ বর্ণিত আছে এবং সেই দুআটি পড়লেও জান্নাতের আটটি দরজা পাঠকারীর জন্য খুলে দেয়ার ঘোষণা দেয়া হয়েছে।

হযরত ওমর রাযি. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সা. ইরশাদ করেন, যে ব্যক্তি ভালোভাবে ওজু করে নিম্নোক্ত দুআটি পাঠ করবে,

তার জন্য জান্নাতের আটটি দরজা খুলে দেয়া হয়। সে যেকোন দরজা দিয়ে ইচ্ছা, প্রবেশ করতে পারে।’ (তিরমিযী শরীফ, হাদীস-৫০)
দুআটি এই : আশহাদু আল-লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা-শারীকা লাহু, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আল্লাহুম্মাজ-আলনী মিনাত-তাওয়া-বীনা, ওয়াজ-আলনী মিনাল-মুতা-তহহিরীন।

যে কারণে গুরুত্বপূর্ণ মুসলমানদের আকীকা

নবজাতকের জন্মের পর অনেক মুসলিম বাবা-মায়েরই প্রধান প্রশ্ন থাকে সন্তানের আকীকা নিয়ে। নামাজ, রোজা বা যাকাতের মতো আকীকা ফরজ না হলেও মুসলমানদের জন্য আকীকা একটি গুরুত্বপূর্ণ সুন্নত। সন্তানের ভবিষ্যত সুরক্ষায় ও মুসলমান হিসেবে নবী রাসূল (সাঃ)-এর অনুসারী হতে হলে আকীকা করা অত্যন্ত জরুরী একটি বিষয়।

ইসলামে আকীকা সুন্নতে মুয়াক্কাদা। কারও কারও মতে এটি ওয়াজিব। মহানবীর (সাঃ) হাদিসের নির্দেশনাগুলো থেকে বোঝা যায়, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সুন্নাহ।

আকীকার ফজিলত অনেক। নতুন প্রাণের বিনিময় হিসেবে এই আকিকা দেওয়া হয়। আল্লাহ রাব্বুল আলামিন, এই আকীকার মাধ্যমে নবজাতকের উপর থেকে সব বালা-মুসিবত উঠিয়ে নেন।

আম হাদীসে আছে, যতক্ষণ পর্যন্ত আকীকা না করা হয়, রাসুল (সাঃ) বলেছেন, ‘নবজাতক সেখানে আবদ্ধ থেকে যায়।’

অর্থাৎ ধর্মীয়ভাবে নবজাতকের দায়মুক্তি ঘটে না। তাই এই কাজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর ফজিলত রয়েছে- এই মর্মে অনেক হাদিস রয়েছে।

আকীকার মাধ্যমে গরীব, দুঃখি ও পাড়া প্রতিবেশীকে মাংস দান করতে হয়। এরমাধ্যমে তারাও শিশুর জন্য দোয়া করে, যা তার জন্য সুফল বয়ে আনে এবং এতে করে শয়তানের কুদৃষ্টি থেকে সে রক্ষা পায়।

সামাজিকভাবেও এই সুন্নত পালনের মাধ্যমে নবজাতকের সঙ্গে সবার পরিচয় হয়, সেও সমাজের একজন মুসলমান সদস্য হিসেবে পরিগণিত হয়।

সাধালনত জন্মের সাত দিনের মাথাতেই আকীকা দেওয়ার নিয়ম। তবে জঅবনের যে কোনো সময় আকীকা করা যায়। কোনো ব্যক্তি শিশুকালে আকীকা না পেলে নিজেও নিজের আকীকা করতে পারেন। তবে যত দ্রুত সম্ভব, এই সুন্নত তত দ্রুত করাটাই সন্তানের জন্য মঙ্গল বয়ে আনে