Breaking News

জেনে নিন মেয়েরা ব্রা পরেন কেন?

অনেকের মনে প্রশ্ন জেগে থাকে কি কারণে মেয়েরা ব্রা পরে থাকেন? আমাদের দেশে যথেষ্ট যৌন জ্ঞান না দেয়ার কারণে বিভিন্ন বিষয়ে আমরা অজ্ঞতায় ভুগি । নানা কারণে আমাদের দেশে যৌন জ্ঞান দেয়া হয়ে থাকে না। তবে সম্প্রতি আমাদের শিক্ষা ব্যবস্থায় শারীরীক শিক্ষা দেয়া চালু হয়েছে। যাই হোক মেয়েরা ব্রা পরেন নিন্মোক্ত কিছু কারণে
স্তনের আকার ঠিক রাখতে
নারীরা স্তনের আকার যেন ঠিক থাকে এ কারণে ব্রা পরে থাকেন। নানা কাজ কর্মে স্তন যেন নষ্ট না হয়ে যায় তা ব্রা ব্যবহার করাই উচিত।

অনাকাঙ্খিত পরিস্থিতি এড়াতে
ব্রা না পরলে নারীরা ঝুঁকে কাজ করতে বা দৌড়া দৌড়ি করতে বিভিন্ন সমস্যার সন্মুখীন হতে হয় তাই, অনাকাঙ্খিত পরিস্থিতি এড়াতে নারীরা ব্রা পরে থাকেন। তাছাড়া বড় সাইজের স্তন হলে এ ধরণের পরিস্থিতিতে লজ্জ্বায় পড়তে হয় তাই নারীরা ব্রা পরেন।
স্তন সুন্দর দেখাতে

অনেকের স্তনের আকার গোল টান টান নয় বরং ঝুলে যাওয়া কিংবা লম্বাটে। এ সমস্ত মেয়েরা স্তনের আকার সুন্দর দেখাতে এবং আরো ঝুলে যাওয়া প্রতিরোধে ব্রা পরে থাকেনেকাজ কর্মে সাপোর্ট পেতে

স্তন এমন একটি অংগ যা শরীরের বুকে লেগে থাকে এবং যা পরজীবীর মত বুকেই লেগে থাকে। তাই কাজ কর্ম স্বাভাবিক ভাবে করতে স্তনকে সাপোর্ট করতে ব্রা এর প্রয়োজন।