Breaking News

এ কেমন অবিচার মানুষের বিবেক কি কখনো নারা দিবে না?

কত টুকু হিংসা পোষন করলে মানুষ এমন জঘ্যন কাজ করতে পারে,অবলা

জীব হত্যা করতে পারে। আমাদের এলাকার গহরপুর (বেড়াখাল)গামের সালেক ভাই,তিনি আজ তিন বছর ধরে হাঁসের খামার করে পরিবার পরিজন নিয়ে কোন রকমে দিন কাটাচ্ছেন। সেই মানুষটির সাথে কিসের এত হিংসা,আর সেই মানুষের সাথে হিংসা পোষার কারন বা কি, এভাবে একটা পরিবারের এত বড় কতি করা কি কোন মানুষের কাজ। সেই সাথে ওসমানী নগর থানার ওসি শহীদুললাহ সার, তদন্ত ওসি আনোয়ার ভাই।উসমানপুর ইউনিয়নের চেয়ারম্যান মইনুল আজাদ ফারুক ভাই রুবেল তপাদার ভাইকে অসখ্য ধন্যবাদ উনারা যে সমবেদনা জানাচ্ছেন সালেক ভাই কে ওনার বাড়িতে এসে, অপরাধী জে কেউ হওক তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। আর আমিও আমার ব্যতিগত পক্ক থেকে এমন কাজ কে ধিক্কার জানাই।

ভিডিও তে দেখুন ক্লিক করে