Breaking News

২৫৬ বছর জীবিত থেকে বিয়ে করেছেন কয়টি ও সন্তান সংখ্যা কয়টি?জানলে অবাক হয়ে যাবেন।

মাঝে মধ্যেই খবরে আসে এই ব্যক্তির নাম। কারণ ইনিই নাকি পৃথিবীর প্রবীণতম ব্যক্তি। তাদের কারোর বয়স ১২০, কারোর হয়তো ১০৯। কিন্তু তাই বলে ২০০ বছর বেঁচেছেন? এমনটা শোনা যায়নি কখনো। কিন্তু ইনি ২০০ বছরের বেশি বেঁচেছিলেন। এমনটাই দাবি শোনা যাচ্ছে।

 

চীনের বাসিন্দা লি চিং ইউয়েন। ১৬৭৭

সালে তার জন্ম হয়। এরপর এক এক করে পার করে দেন ২৫৬টি বছর। আর এই সময়ের মধ্যে তিনি বিয়ে করেছেন ২৩ বার। আর এই ২৩ জন বউকে নিয়ে সংসারে তার সন্তানের সংখ্যা ১৮০জন। ১৯৩৩ সালে লি-এর মৃত্যুর পর ২৩ জন স্ত্রী, ১৮০ জন ছেলেমেয়ে সবাইকে একসঙ্গে দেখা যায় তাকে সমাহিত করতে।

কিন্তু, কী জাদুতে এতবছর বেঁচেছিলেন লি? জানা গেল মন্ত্র ছিল একটাই, কচ্ছপের মত বসে থাকত সে। ঘুমোত কুকুরের মত গুটিসুটি মেরে। হৃদস্পন্দন ছিল অত্যন্ত ধীরগতিতে। তার দিন কাটত শিল্প ও গাছপালা নিয়ে।

অনেকে আবার বলেন, লি-এর জন্ম ১৬৭৭-এ নয়। ১৭৩৬ সালে। সেক্ষেত্রে তার বয়স দাঁড়ায় ১৯৭ বছর। সেটাই বা কম কীসে?-জিনিউজ

Leave a Reply

Your email address will not be published.